HighlightNewsরাজ্য

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডি তদন্তেই আস্থা ডিভিশন বেঞ্চের, খারিজ সিবিআই তদন্তের আর্জি

টিডিএন বাংলা ডেস্ক: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডি তদন্তের উপরেই আস্থা রাখল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। । প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়া সত্ত্বেও কেন্দ্রের অনুমতি না নিয়েই সিআইডি’র তদন্ত চালিয়ে যাওয়া, ভুলে ভরা তদন্ত, রাজনৈতিক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জমা পড়ে। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে সিআইডি-কেই তদন্ত চালিয়ে যেতে বলে ডিভিশন বেঞ্চ। কল্যাণী এইমস কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। সেখানে নিয়োগ দুর্নীতিতে একাধিক বিজেপি বিধায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়ায়। তাদের বিরূদ্ধে বেআইনিভাবে নিজ আত্মীয় এবং ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়া’র অভিযোগ ওঠে। সেই অভিযোগেরই তদন্ত করছে সিআইডি।

প্রসঙ্গত, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। অভিযোগ, বিজেপি বিধায়ক নীলাদ্রি-কন্যা মৈত্রী দানা নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গয়েশপুরের বিজেপিরই এক নেত্রী অভিযোগ করেন, কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নামে দলের এক সাংসদ তাঁর কাছ থেকে টাকা চেয়েছিলেন। এরপরই ওই নেত্রীকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নিয়োগ দুর্নীতির বিষয়ে কল্যাণীর এক বিজেপি কর্মী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে মেল করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানান। কল্যাণী থানায় এবিষয়ে একাধিক বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি।
সম্প্রতি, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধেও কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এই মর্মে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হবিবপুরের এক ব্যাক্তি। যদিও গোটা বিষয়টি নিয়ে বিজেপির অভিযোগ, কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মিথ্যা অভিযোগ করে কালিমালিপ্ত করার প্রচেষ্টা।

Related Articles

Back to top button
error: