HighlightNewsদেশ

মণীশ সিসোদিয়ার পর এবার কেসিআরের মেয়েকে জেরা করবে ইডি

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির মদ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কবিতা, বিআরএস এমএলসি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে তলব করেছে। আগামীকাল ৯ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। কবিতার সামনে বসে হায়দরাবাদ-ভিত্তিক ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকে জেরা করবে ইডি।

কবিতা একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, তিনি এজেন্সির তদন্তে সহযোগিতা করবেন তবে সমনের তারিখের বিষয়ে আইনি পরামর্শ নেবেন কারণ তিনি ১০ মার্চ যন্তর মন্তরে মহিলা সংরক্ষণ বিলের পক্ষে চাপ দেওয়ার জন্য অবস্থান করবেন৷

প্রসঙ্গত, তিন মাস আগে গুরুগ্রাম থেকে ব্যবসায়ী অমিত অরোরাকে গ্রেফতার করেছিল ইডি। বিবৃতিতে টিআরএস নেতার নাম প্রকাশ করেছিলেন অমিত। ইডির দাবি, কবিতা দক্ষিণ গ্রুপের একজন প্রধান নেতা ছিলেন। তিনি অন্যান্য ব্যবসায়ীদের মাধ্যমে দিল্লির আপ সরকারের নেতাদের ১০০কোটি টাকা দিয়েছেন।

Related Articles

Back to top button
error: