Highlightদেশধর্ম ও দর্শন

সৌদি আরবে ঈদ ২৮ জুন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ২৯ জুন ঈদ

টিডিএন বাংলা ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ২৮ জুন। সৌদি আরবের সুপ্রিম কোর্ট রোববার (১৮ জুন) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে আগামীকাল সোমবার (১৯ জুন) বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সূত্র – গালফ নিউজ, দৈনিক ইত্তেফাক

অন্যদিকে গতকাল রোববার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়াসহ তিন দেশে ২৯ জুন ঈদুল আজহা পালন করা হবে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার আজ রোববার এ তথ্য জানিয়েছে। নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদ্‌যাপিত হয় ঈদুল আজহা।

ইন্দোনেশিয়ার কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ২৯ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়। মালয়েশিয়া সরকারও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনেইতেও রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সে দেশেও ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

Related Articles

Back to top button
error: