HighlightNewsদেশ

আস্থা পরীক্ষায় উত্তীর্ণ একনাথ শিন্ডের সরকার, সমর্থনে ১৬৪ জন বিধায়ক, বিপক্ষে ৯৯ ভোট

টিডিএন বাংলা ডেস্ক: রবিবারের পর সোমবারও জয়ের মুখ দেখল শিন্ডে সরকার। ১৬৪ জন বিধায়কদের সমর্থন নিয়ে আস্থা ভোট জয়লাভ করেছে মহারাষ্ট্রের “নতুন রাজা”-র সরকার। সরকার আস্থা ভোটে জয়ী হয়। বিরোধি ভোট পড়েছে ৯৯টি। ভোটের সময় ২৬৬ জন বিধায়ক বিধানসভায় উপস্থিত ছিলেন। তিনজন বিধায়ক তাদের ভোট দেননি। এদিন কংগ্রেসের ৯ জন বিধায়ক সহ মোট ২১জন বিধায়ক সংসদে অনুপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের বিধানসভায় বর্তমান বিধায়কের সংখ্যা ২৮৮ জন। একটি আসন খালি রয়েছে। এর মধ্যে ২১ জন বিধায়ক এদিন অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মোট ২৬৬ জন বিধায়ক। তবে, দুই এসপি বিধায়ক সহ তিনজন বিধায়ক এদিন ভোট দেননি। ২৬৩ জন বিধায়ক ভোট দেন। যার মধ্যে শিন্ডে সরকারের পক্ষে ভোট দেন ১৬৪ জন এবং বিরুদ্ধে ভোট দেন ৯৯ জন।

Related Articles

Back to top button
error: