আন্তর্জাতিক

কানাডায় তীব্র দাবদাহ রেকর্ড তাপমাত্রা ৪৯.৬ , মৃতের সংখ্যা ৫০০ এর কাছাকাছি

টিডিএন বাংলা ডেস্ক: কানাডায় কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। চলতি সপ্তাহে পর পর তিন দিন দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে কানাডার তাপমাত্রা। বৃহস্পতিবার দেশের পশ্চিমপ্রান্তের প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় তাপমাত্রা ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তিনগুন বেড়েছে স্বাভাবিক মৃত্যুর হার। গত পাঁচ দিনে পশ্চিম কানাডার এই প্রদেশে ৪৮৬ জন মারা গিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ব্রিটিশ কলম্বিয়ার প্রধান জন হোরগান অবশ্য জানিয়েছেন, এই মৃত্যু সংখ্যার গোটাটাই যে তাপমাত্রা বৃদ্ধির কারণে, তা বলা যায় না। তবে একসঙ্গে মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে যাওয়ার নেপথ্যে যে তাপমাত্রাই একটা বড় কারণ, তা অস্বীকার করার উপায় নেই। সেই সঙ্গে হোরগ্যান মেনে নিয়েছেন, ‘‘এই জলবায়ু সঙ্কট যে নেহাৎ কথার কথা বা কল্পনা নয় বরং ঘোর বাস্তব, তা গত কয়েকদিনে হাড়ে হাড়ে টের পেয়েছেন কানাডা এবং আমেরিকার মানুষ।’’

বুধবার সন্ধ্যায় দাবানলের কারণে ব্রিটিশ কলম্বিয়ার লিটন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কানাডায় ৪৯ দশমিক ৬ সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করার এক দিন পরেই দাবানলের ঘটনা ঘটে।

কানাডার প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও গত কয়েকদিন ধরে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। সোমবার ওরেগনের পোর্টল্যান্ডে ৪৬ দশমিক ৬ সেলসিয়াস ও ওয়াশিংটনের সিয়াটলে ৪২ দশমিক ২ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯৪০-এর দশকের পর এটাই দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

রেকর্ড হয়েছে আপৎকালীন নম্বর ৯১১-এ আসা ফোনেও। প্রবল গরমে প্রশাসনিক সাহায্য চেয়ে মানুষ আপৎকালীন নম্বরে ফোন করছে বলে জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়া সরকার। তবে এখনই ধৈর্য্য হারাতে রাজি নন জন সুরক্ষা মন্ত্রী মাইক ফ্র্যানওর্থ। তিনি জানিয়েছেন, আপাতত জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে আগামী দিনে আরও বেশি সাবধানী হওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

Related Articles

Back to top button
error: