HighlightNewsরাজ্য

অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নওশাদরা, মিষ্টি বিলি উচ্ছসিত কর্মীদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: দীর্ঘ প্রতিক্ষার অবসান আইএসএফের কর্মী সমর্থকদের। অবশেষে আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায়ে জামিন পেলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তাদের কর্মী সমর্থকরা। আর এই সংবাদ শোনা মাত্রই আনন্দে মিষ্টি বিলি করতে শুরু করেন আইএসএফের উচ্ছসিত কর্মীরা।

গত ২১ শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্টা দিবসের দিনে কলকাতার অবস্থান বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তাদের অসংখ্য কর্মী-সমর্থকদের। তারপর দীর্ঘ প্রায় দেড় মাস ধরে তাঁরা জেলেই আছেন। তাঁরা বারবার নিজেদের নির্দোষ দাবি করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতি হিংসার রাজনীতি করার অভিযোগও তুলে আসছেন। যা নিয়ে সারা রাজ্য তোলপাড় হয়েছে। তাদের মুক্তির দাবিতে দফায় দফায় প্রতিবাদ, বিক্ষোভ করেছে আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও।

এই মামলাগুলিতে নিম্ন আদালতে জামিন না পেয়ে কলকাতা হাইকোর্টের দারস্ত হন নওশাদরা। সেই মামলাতেই অবশেষে আজ মুক্তি পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তাদের কর্মী সমর্থকরা। তবে শুধু একজন ব্যক্তিই এখনও পর্যন্ত জামিন পাননি বলে জানিয়েছেন তারা। কারণ তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ তুলেছে পুলিশ।

এই জামিন প্রসঙ্গে নওশাদের এক আইনজীবী আনিসুর রহমান বলেন, “এই রায় হওয়ারই ছিল। ওরা কিছু মিথ্যা মামলা দিয়ে ছিল। পিছিয়ে পড়াদের অধিকারের জন্য লড়াই করায় নওশাদদের আটক করা হয়। যাতে তারা পঞ্চায়েতে দাঁড়াতে না পারে। কিন্তু হাইকোর্ট এই রায়ের মাধ্যমে আইনের শাসন বলবত করেছে।” অপর এক আইনজীবী সামিম আহমদ বলেন, “একটা মিথ্যা মামলার স্বীকার হন নওশাদ ও তার সমর্থকরা। আজ হাইকোর্ট তাদের জামিন দিয়েছে। সরকার পক্ষ চেয়ে ছিল জামিনের সঙ্গে কিছু শর্ত জুড়ে দিতে, কিন্তু মহামান্য আদালত তা গ্রাহ্য করেনি।” পাশাপাশি তিনি আরও বলেন, “নওশাদের ঘটনায় পুলিশের উপর আদালতের আস্থা উঠে গিয়েছে।”

Related Articles

Back to top button
error: