HighlightNewsদেশ

মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ: থানা থেকে অস্ত্র লুঠ করার প্রচেষ্টা; বিজেপি অফিস, বিধায়ক ও মহিলা নেত্রীর বাড়িতে হামলা

টিডিএন বাংলা ডেস্কঃ ৩ মে থেকে মণিপুরে শুরু হওয়া সহিংসতা এখনও অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে বড় ধরনের ৫টি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে বলে জানা গিয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। অভিযোগ, ইম্ফল পশ্চিমের ইরিংবাম পুলিশ স্টেশনে শতাধিক বিক্ষুব্ধ জনতা অস্ত্র লুঠ করার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের তাড়া করে সেখান থেকে সরিয়ে দেয়। ওই সময় জনতার তরফে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয় বলেও অভিযোগ।

আরেকটি ঘটনায়, বিজেপি বিধায়ক বিশ্বজিতের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলে মণিপুর র‌্যাপিড অ্যাকশন ফোর্স টিম তাতে বাধা দেয়।

তৃতীয় ঘটনাটি ঘটে খংমান ও সিনজেমাইয়ে। উভয় স্থানেই বিজেপি অফিসে হামলা চালায় উত্তেজিত জনতা। তবে, সেনা সদস্যরা ভিড়কে ছত্রভঙ্গ করে দেয়।

চতুর্থ ঘটনাটি ঘটে রাজধানী ইম্ফলের পোরামপেটে। শুক্রবার গভীর রাতে বিজেপি মহিলা সভানেত্রী শারদা দেবীর বাড়িতে ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। নিরাপত্তা বাহিনী বিক্ষুব্ধ যুবকদের ওই জায়গা থেকে হঠিয়ে দেয়।

পঞ্চম ঘটনাটি ঘটে রাজধানী ইম্ফলের প্যালেস কম্পাউন্ডে। এখানে প্রায় এক হাজার মানুষের ভিড় কম্পাউন্ডে আগুন জ্বালাতে এলে, র‍্যাফ কর্মীরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোঁড়া শুরু করে। যারপরে, বিক্ষুব্ধ জনতা ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বিষ্ণুপুর জেলার কোয়াকতা এবং চুরাচাঁদপুর জেলার কাংওয়াইতে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালানো হয়। আর্মি, আসাম রাইফেলস এবং মণিপুর র‌্যাপিড অ্যাকশন ফোর্স রাজধানী ইম্ফলে মধ্যরাত পর্যন্ত যৌথ পদযাত্রা চালায়।

Related Articles

Back to top button
error: