HighlightNewsদেশ

মণিপুরে বিদেশ প্রতিমন্ত্রীর বাড়িতে লাগিয়ে দেওয়া হল আগুন: পেট্রোল বোমা ছুঁড়ল ৫০জন; ২০ দিনে চার মন্ত্রী-বিধায়কের বাড়িতে হামলা

টিডিএন বাংলা ডেস্ক: মণিপুরে ৩ মে থেকে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংরক্ষণ নিয়ে জাতিগত সহিংসতা চলছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, গভীর রাতে আবারও সহিংসতার ঘটনা ঘটে। ইম্ফলের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় কিছু বিক্ষুব্ধ মানুষ। ঘটনার সময় মন্ত্রী কেরালায় ছিলেন। উল্লেখ্য, সিং মেইতি সম্প্রদায়ের অন্তর্গত।
রাজকুমার রঞ্জন সিং বলেন, গতকাল রাতে যা ঘটেছে তা দেখে খুবই খারাপ লেগেছে। আমাকে বলা হয়, রাত ১০টার দিকে ৫০ জনেরও বেশি লোক আমার বাড়িতে হামলা চালায়। সিং আরো বলেন, সহিংসতার ঘটনায় আমি বিস্মিত। মণিপুরে আইনশৃঙ্খলা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ দিনে মণিপুরে চার মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এর আগে, ১৪ জুন ইম্ফলের ল্যামফেল এলাকায় শিল্পমন্ত্রী নেমচা কিপজেনের সরকারি বাংলোতে আগুন দেওয়া হয়। কিপজেন তখন বাড়িতে ছিলেন না। ৮ জুন বিজেপি বিধায়ক সোরাইসাম কেবির বাড়িতে আইইডি হামলা হয়। একটি বাইকে করে দুজন এসে খোলা গেটের ভেতরে আইইডি বোমা ছুঁড়ে মারে। ২৮ মে কংগ্রেস বিধায়ক রঞ্জিত সিংয়ের বাড়িতেও হামলা হয়। কিছু মানুষ সেরো গ্রামে এসে বিধায়ক রঞ্জিতের বাড়িতে ভাঙচুর শুরু করে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার মণিপুর সহিংসতা নিয়ে টুইট করে লিখেছেন, “বিজেপির বিদ্বেষের রাজনীতি ৪০দিনেরও বেশি সময় ধরে মণিপুরকে সহিংসতার আগুনে পোড়াচ্ছে, যেখানে শতাধিক লোক মারা গিয়েছে। প্রধানমন্ত্রী সম্পূর্ণ নীরব। সহিংসতা বন্ধ করতে এবং শান্তি ফিরিয়ে আনতে রাজ্যে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাতে হবে। আসুন এই ‘ঘৃণার বাজার’ বন্ধ করি এবং মণিপুরের প্রতিটি হৃদয়ে ‘ভালোবাসার দোকান’ খুলি।”

শুক্রবার সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ মণিপুরে চলতে থাকা সহিংসতার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সুশীল সমাজের দুই পৃষ্ঠার একটি বিবৃতি পোস্ট করেছেন। ভূষণ লিখেছেন, প্রধানমন্ত্রীর উচিত সহিংসতার বিষয়ে কথা বলা এবং এর দায় নেওয়া। সহিংসতার ঘটনার তদন্ত এবং দায় নির্ধারণের জন্য একটি আদালত-তত্ত্বাবধানে ট্রাইব্যুনাল গঠন করা উচিত। জনগণকে ন্যায়বিচার দিতে ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করতে হবে। ত্রাণ-পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করতে হবে। মণিপুরে অব্যাহত সহিংসতার নিন্দা জানিয়ে প্রায় ৫০০টি সংগঠন, সংসদ সদস্য, প্রাক্তন আমলা এই চিঠিতে রাজ্য সরকারের বিভাজনের রাজনীতি বন্ধ করার দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button
error: