HighlightNewsদেশ

মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা 

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার জন্য তিনি সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করাবেন বলে জানিয়েছেন। সম্প্রতি, এক বক্তৃতায় সুচেতনা নিজেকে একজন ট্রান্সম্যান হিসেবে ঘোষণা করে বলেন, অস্ত্রোপচারের পর তিনি সুচেতন নামে পরিচিত হবেন।

এলজিবিটিকিউ কর্মী সুপারভা রায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করে জানিয়েছেন, সুচেতনা একজন ট্রান্সওম্যান।সুচেতনাও এই সব প্রতিবেদনকে সঠিক বলে উল্লেখ করে বলেছেন, মহিলা থেকে ট্রান্সম্যান হওয়ার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত। তিনি বলেন, পরিবারের পরিচয় গোপন করা আশ্চর্যজনক। তিনি আরও বলেন, ট্রান্সম্যান হওয়ার জন্য প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা প্রয়োজন হবে, অস্ত্রোপচারের আগে তিনি তা সম্পন্ন করবেন।

সুচেতনা বলেন, স্কুলে পড়ার সময় থেকেই নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিতাম। সময়ের সাথে সাথে এই অনুভূতি আরও বিকশিত হয়েছে। এখন আমি শারীরিকভাবেও একজন পুরুষ হতে চাই। মানসিকভাবেও আমি একজন পুরুষ।

প্রসঙ্গত, সুচেতনা একজন পরিবেশ বিজ্ঞানী। এছাড়াও একজন ট্রান্সজেন্ডার কর্মী এবং সমাজকর্মী। ২০১৫ সাল থেকে, তিনি কলকাতা রেইনবো প্রাইড ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য।

সুচেতনা জানিয়েছেন, লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের বিষয়ে তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, আমার পৈতৃক পরিচয় বড় কথা নয়। আমার বয়স ৪১ বছর। তাই আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নেব। এরই মধ্যে আইনি ও চিকিৎসা ব্যবস্থা শুরু করেছি।

তিনি আরও বলেন, ‘আমি সমস্ত রাজনৈতিক দলকে LGBTQIA+ সম্প্রদায়কে সমর্থন করার জন্য অনুরোধ করতে চাই, তবেই সমাজ এটি আরও ভালভাবে বুঝতে পারবে এবং তাদের হয়রানি করা বন্ধ করবে। দ্বিতীয়ত, LGBTQIA+ সম্প্রদায়কে সমর্থন করতে মিডিয়ার এগিয়ে আসা উচিত’।

Related Articles

Back to top button
error: