রাজ্য

হাইকোর্টে আজ স্থগিত চার হেভিওয়েটের শুনানি; আগামীকাল ফের হতে পারে শুনানি

টিডিএন বাংলা ডেস্ক: নারদ কাণ্ডে সিবিআই-এর হাতে ধৃত চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিনের স্থগিতাদেশের ওপর পুনর্বিবেচনার আর্জি মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানি হচ্ছে না। গতকালের পর আজ দুপুর দুটোর সময় এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে, হাইকোর্ট এবং প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আজকের শুনানি হচ্ছে না। সূত্রের খবর, অনুযায়ী, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ব্যক্তিগত কাজে শহরের বাইরে থাকার কারণে এই শুনানি প্রক্রিয়া আজ স্থগিত থাকছে। আগামীকাল ফের এই মামলার শুনানি হতে পারে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি হাইকোর্টের পক্ষ থেকে। সে ক্ষেত্রে, আগামীকাল বা, সোমবার এই মামলার ফের শুনানি হতে পারে। পরবর্তী নোটিশের মাধ্যমে এ বিষয়ে জানানো হবে। সুতরাং আপাতত জেল হেফাজতেই থাকতে হবে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়কে।

Related Articles

Back to top button
error: