HighlightNewsরাজ্য

সাংবাদিক সম্মেলন থেকে শিক্ষায় সম-অধিকার, সহজলভ্যতা এবং গুণগত মান বৃদ্ধির দাবি জানাল ছাত্র সংগঠন এসআইও

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: গতকাল মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন থেকে এই রাজ্যের শিক্ষায় সমস্ত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যাতে সম-অধিকার পায় তা নিশ্চিত করার, উচ্চ শিক্ষায় সহজলভ্যতা এবং শিক্ষির গুণগত মান বৃদ্ধির দাবি জানাল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা (এসআইও)। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দুরাবস্থা প্রকাশ পেয়েছে। একদিকে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে স্বয়ং শিক্ষামন্ত্রী সহ শিক্ষা পর্ষদের বিভিন্ন পদাধিকারীরা জেল হেফাজতে আছেন। আর অন্যদিকে শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশ ভূলুণ্ঠিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার এই দাবিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

এই প্রসঙ্গে সংগঠনটির রাজ্য সভাপতি সাইদ মামুন বলেন, “একদিকে স্কুলগুলো যোগ্য শিক্ষকের অভাবে ভুগছে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থার বানিজ্যিকিকরণ চলছে।” এইদিন সাংবাদিক সম্মেলন থেকে করোনা পরবর্তী সময়ে রাজ্যজুড়ে স্কুলছুট বৃদ্ধির জন্য সরকারি উদাসীনতাকে দায়ী করেন সাইদ মামুন। জামাআতে ইসলামী হিন্দের সম্পাদক শাদাব মাসুম বলেন, “শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য প্রকট হয়ে উঠেছে। হিজাব পরার জন্য নার্সিং পড়ুয়ারা মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছে।” তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর ভগ্নপ্রায় দশার জন্য সংখ্যালঘু দপ্তরের সমালোচনা করেন। সাইদ মামুন জাতীয় ও রাজ্যের শিক্ষা নীতির সমালোচনা করে বলেন, “শিক্ষা নীতিতে শিক্ষায় সমঅধিকার ও নৈতিক মূল্যবোধের ব্যাপক অভাব লক্ষ্য করা যায়।” তিনি আরও বলেন, “মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ঘোষণার তিনবছর পরেও স্থায়ী ভিসি, পরীক্ষক ও অধ্যাপক নিয়োগ সম্বভ হলো না, পরিকল্পিত ভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পঙ্গু করার প্রচেষ্টা চলছে।” নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর কেড়ে তিনি সাধারণ জনগণকে সচেতন এবং সরকারকে পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানালেন।

এদিন সাংবাদিক সম্মেলন থেকে তারা বেশ কিছু দাবি পেশ করেছেন। সংগঠন টির দাবিসমূহ –
১) SSC, MSC, CSC, PSC ও প্রাইমারিসহ অন্যান্য চাকরির শূন্যপদ পূরণে নিয়মিত ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যাবস্থা করতে হবে।
২) চাকরিতে নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিস্পত্তি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৩) শিক্ষা ও চাকরিতে সংরক্ষন নীতি বাস্তবায়ন করতে হবে।
৪) মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়সহ রাজ্য ঘোষিত সকল বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে।
৫) উৎসশ্রীসহ প্রকল্পের পূর্নমূল্যায়ন করতে হবে।
৭) শিক্ষাঙ্গনে ধর্মীয় বৈষম্য দূর করতে হবে।
৮) শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ভাবে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে।
৯) রাজ্যে ছাত্র-যুবকদের যোগ্যতানুযায়ী স্বনির্ভরতার লক্ষ্যে পরিকাঠামো গড়ে তুলতে হবে।
১০) প্রতিবছর Job Calendar প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
১১) অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের Minority Status আইনগতভাবে সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
১২) জাতীয় ও রাজ্যের শিক্ষা নীতির পুনর্মূল্যায়ন করতে হবে।
১৩) হোস্টেলে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া স্বচ্ছ ও সহজলভ্য করতে হবে।

Related Articles

Back to top button
error: