HighlightNewsআন্তর্জাতিকদেশ

নিউ ইয়র্কে গান্ধি মূর্তি ভাঙচুর

টিডিএন বাংলা ডেস্ক : হিংসার কবলে অহিংস আন্দোলনের প্রতীক। নিউ ইয়র্কের ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ারে থাকা গান্ধী মূর্তিতে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। ঘটনার তীব্র নিন্দা করেছেন নিউ ইয়র্কে নিযুক্ত ভারতের কনস্যুলেট জেনারেল। গান্ধি মূর্তি ভাঙচুরকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, বিষয়টি মার্কিন বিদেশ বিভাগ এবং স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এই ঘটনায় ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

১৯৮৬ সালের ২ অক্টোবর গান্ধিজির ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আট ফুট উচ্চতার ব্রোঞ্চের এই মূর্তিটি দান করেছিল গান্ধি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। ২০০১ সালে মূর্তিটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সংরক্ষিত করে রাখা হয়। ২০০২ সালে ফের তা বসানো হয়। এর আগে গত জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ায় একটি গান্ধি মূর্তিতে ভাঙচুর চালিয়েছিল দ‍ুষ্কৃতীরা। ২০২০ সালে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছিল আমেরিকা। তখনও বিক্ষোভকারীদের একাংশের হিংসার কবলে পড়েছিল জাতির জনকের মূর্তি।

এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কনস্যুলেট। মার্কিন বিদেশ মন্ত্রকে এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Back to top button
error: