HighlightNewsদেশ

হুবলি ইদগাহ মাঠে ৩ দিন ধরে গণেশ উৎসব উদযাপিত হবে; জমি নিয়ে বিরোধ নেই, জানিয়ে দিল কর্ণাটক হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে, কর্ণাটক হাইকোর্ট হুবলি ইদগাহ মাঠে গণেশ উৎসব উদযাপনের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি করে। কর্ণাটক হাইকোর্টে মামলার শুনানি শুরু হয় রাত ১০টায়, যা চলে সকাল ১০:৩৩ পর্যন্ত। শুনানি চলাকালীন হাইকোর্ট জানিয়েছে, পৌরসভার সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। কিছু শর্তের সাথে গণেশ উত্সব উদযাপনের অনুমতি দেওয়া হয়েছে। আদালতের সিদ্ধান্তের পর এবার হুবলি ইদগাহ মাঠে গণেশ চতুর্থী ৩ দিন ধরে পালিত হতে পারে।

আঞ্জুমান ইসলামিয়ার দায়ের করা আবেদনের শুনানি বেলা ১০টায় বিচারপতি অশোক কিনাগীর চেম্বারে শুরু হয়, যা চলে প্রায় ৩৩ মিনিট। এ সময় আদালতে সরকারের পক্ষ থেকে বলা হয়, জমিটি বিরোধপূর্ণ। তবে, আদালত তা খারিজ করে দেয়।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে পিটিশন দায়ের করা হয়েছিল।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট বেঙ্গালুরু ইদগাহ মাঠে গণেশ উত্সব উদযাপন নিষিদ্ধ করার পক্ষে রায় দেয়। বিচারপতি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের একটি বেঞ্চ জানায়, গণেশ চতুর্থীর আয়োজনের ক্ষেত্রে কিছু দিনের জন্য স্থিতাবস্থা বজায় রাখা উচিত। চামরাজপেটের ইদগাহ মাঠের পরিবর্তে অন্য কোথাও করা যেতে পারে বলেও জানিয়েছেন বেঞ্চ।এরপর ইদগাহ জমির সিদ্ধান্ত হাইকোর্টে হবে বলে জানিয়ে দেয় বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই আদেশের পর, আঞ্জুমান ইসলামিয়া কর্ণাটক হাইকোর্টে হুবলি ইদগাহ মাঠে গণেশ উৎসব নিষিদ্ধ করার আবেদন করে।

Related Articles

Back to top button
error: