HighlightNewsদেশ

জ্ঞানবাপির এএসআই সমীক্ষা করা হবে, নির্দেশ হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপি মসজিদ চত্বরে এএসআই সমীক্ষার অনুমতি দিয়েছে। মসজিদের আঞ্জুমান ইন্তেজামিয়া কমিটির আবেদন খারিজ করে হাইকোর্ট অবিলম্বে দায়রা আদালতের আদেশ অনুসরণ করে জরিপ শুরু করার নির্দেশ দেন।

প্রধান বিচারপতি প্রীতঙ্কর দিবাকরের একক বেঞ্চ এই রায় দিয়েছে। জরিপ স্থগিত করতে অস্বীকার করে আদালত জানিয়েছে, ন্যায়বিচারের জন্য এই জরিপ জরুরি। এটি কিছু শর্তের সাথে বাস্তবায়ন করা প্রয়োজন। জরিপ হবে কিন্তু খনন ছাড়া। অন্যদিকে, মুসলিম পক্ষের আইনজীবী মমতাজ আহমেদ বলেছেন, তিনি এবার সুপ্রিম কোর্টে যাবেন।

এর আগের শুনানির সময় হাইকোর্ট এএসআইকে শুনানি শেষ না হওয়া পর্যন্ত মসজিদের জরিপ শুরু না করার নির্দেশ দিয়েছিল। জুলাইয়ের শেষ সপ্তাহে টানা দু’দিন উভয় পক্ষের আদালতে যুক্তিতর্ক হয়। উভয়পক্ষের শুনানি শেষে গত ২৭ জুলাই রায় সংরক্ষণ করেছিল আদালত।

Related Articles

Back to top button
error: