টিডিএন বাংলা ডেস্ক: গতকাল মুম্বইয়ের হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ভুপিন্দর সিং। তাঁর বিখ্যাত গান হল ‘মেরা রং দে বসন্তি চোলা’, ‘পেয়ার হামে কিস মোড় পে লে আয়া’, ‘সাত্তে পে সাত্তা’, ‘আহিস্তা আহিস্তা’-এর মতো গান। এছাড়াও তাঁর বিখ্যাত গানগুলি হল, ‘এক অকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়েগা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি।
তবে তিনি শুধু হিন্দি গানই নয় পাশাপাশি বাংলাতেও তিনি গান গেয়েছেন। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও স্মরনীয় হয়ে আছে। এছাড়া ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ প্রভৃতি সিনেমাতেও তিনি গান করেছেন।