HighlightNewsদেশ

গুজরাট নির্বাচনের দ্বিতীয় পর্ব, বিকেল ৩টা পর্যন্ত ৫০.৫১% ভোট; সবরমতিতে ভোট দিলেন প্রধানমন্ত্রী মোদি, হুইলচেয়ারে করে বুথে গেলেন মোদীর ১০০ বছর বয়সী মা হীরাবা

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচন ২০২২-এর দ্বিতীয় ধাপের ভোট আজ হচ্ছে। নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপে সোমবার সকাল ৮টায় রাজ্যের ১৪টি জেলার ৯৩টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। জানা গিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত ৫০.৫১% ভোট পড়েছে।

এর মধ্যে, সবরকান্থায় সর্বোচ্চ ৫৭.২৩% ভোট পড়েছে এবং সর্বনিম্ন আহমেদাবাদে ৪৪.৬৭% রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রায় আড়াই কোটি ভোটার ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
এদিন, ভোট দেওয়ার জন্য হুইলচেয়ারে করে ভোট কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবা। ৮০ বছরের বেশি বয়সী এবং অসুস্থদেরও বাড়ি থেকে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হলেও ১০০ বছর বয়সী হীরাবা, নিজে বুথে পৌঁছে ভোট দেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের রানীপ এলাকার একটি ভোটকেন্দ্রে তাঁর ভোট দিয়েছেন। এদিন, প্রধানমন্ত্রী ভোট দিতে রানীপে পৌঁছালে তাঁকে ঢাক-ঢোলের সঙ্গে স্বাগত জানানো হয়। সেসময় একজন মহিলা মতদান পেটির কাছে দাঁড়িয়েছিলেন। তাই, দস্তুরমত লাইনে দাঁড়িয়ে ভোট দেন প্রধানমন্ত্রী। এরপর, বাইরে এসে কালির চিহ্ন দেখান।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর পরিবারের সাথে আহমেদাবাদের নারানপুরায় সকাল ১০.৪৫ নাগাদ ভোট দেন।

Related Articles

Back to top button
error: