HighlightNewsদেশ

তিনি দেশের ঐক্যের জন্য বিপজ্জনক, রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ সম্বোধন করে বললেন কিরেন রিজিজু

টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ সম্বোধন করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। কেমব্রিজে রাহুলের বক্তৃতার ভিডিও ট্যুইট করে তিনি লিখেছেন, কংগ্রেসের স্বঘোষিত যুবরাজ সব সীমা অতিক্রম করেছে। এই লোকটি ভারতের ঐক্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এখন তিনি ভারতকে ভাগ করার জন্য মানুষকে উস্কে দিচ্ছেন। ভারতের জনপ্রিয় এবং প্রিয় প্রধানমন্ত্রীর একমাত্র মন্ত্র হল ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’।
অপর একটি ট্যুইটে রিজিজু লিখেছেন, ভারতের মানুষ জানে রাহুল গান্ধী পাপ্পু, কিন্তু বিদেশীরা জানে না যে তিনি বাস্তবে পাপ্পু। তার মূর্খ বক্তব্যে প্রতিক্রিয়া জানানোর দরকার নেই, কিন্তু দেশবিরোধী শক্তি তার দেশবিরোধী বক্তব্যকে ব্যবহার করে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
কিরেন রিজিজু আরো লিখেছেন, একই পণ্য পুনরায় চালু করার একটি সীমা থাকা উচিত। লন্ডনে আবার চালু করার পর, একই গ্যাং ক্রমাগত ভারতে বাজারজাত করছে।

একইসঙ্গে, ব্রিটেনে রাহুল গান্ধীর বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিদেশে গিয়ে কেঁদেছেন রাহুল গান্ধী। তাঁর দেশে তাঁর কথা কেউ শোনে না। তিনি এমন শিশুসুলভ কথা বলেন যে, দেশের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। শিশুর মতো কান্নাকাটি করছে যে, আমাদের এই কাজ করতে দেওয়া হচ্ছে না। কংগ্রেস নেতৃত্বের জন্য আমি দুঃখিত।

Related Articles

Back to top button
error: