রাজ্য

“যার আইন রক্ষা করার কথা তিনিই হুমকি দিচ্ছেন”; টুইট মুখ্যমন্ত্রীকে আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়ের

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার সকালে তৃণমূলের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে নিজাম প্যালেসে তুলে নিয়ে আসে সিবিআই। সকাল ন’টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘেরাও করে তৃণমূলের তিন নেতা-মন্ত্রী-বিধায়কের। এই ঘটনার কথা জানতে পেরেই নিজাম প্যালেসেগিয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, নিজাম প্যালেসের ১৩ তলায় পৌছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, তাঁকেও গ্রেপ্তার করা হোক না হলে তিনি নিজাম প্যালেস ছেড়ে যাবেন না।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ নিয়ে সমালোচনা করে টুইট করলেন বিজেপির সাধারণ সম্পাদক ও বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন, “যার আইন রক্ষা করার কথা, তিনিই হুমকি দিচ্ছেন। যিনি আইন রক্ষা করার শপথ নিয়েছেন, তিনিই হুমকি দিচ্ছেন। আইনের রক্ষকদের হুমকি দিয়ে সিবিআইকে বাধা। সিবিআইয়ের পথে বাধা দেওয়ার চেষ্টা চলছে। বাংলার মানুষের কাছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

Related Articles

Back to top button
error: