HighlightNewsদেশ

মানহানির মামলায় আজ তেজস্বীর বিরুদ্ধে শুনানি: গুজরাটিদের ‘ঠগ’ বলার জন্য বিহারের উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

টিডিএন বাংলা ডেস্ক: আজ আহমেদাবাদ মেট্রো আদালতে মানহানির মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে শুনানি। গুজরাটিদের ‘ঠগ’ বলার জন্য অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডিজে পারমারের আদালতে সামাজিক কর্মী ও ব্যবসায়ী হরেশ মেহতা এই মানহানির আবেদনটি দায়ের করেছেন। উল্লেখ্য, সম্প্রতি, মেহুল চোকসিকে নিয়ে কথা বলতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন তেজস্বী যাদব।

গত শুনানিতে তেজস্বীর আইনজীবী সময় বাড়ানোর আবেদন করেছিলেন। গত সপ্তাহের ১ মে এই বিষয়ে প্রথম শুনানি হয়। আদালত প্রায় ৫ মিনিট উভয় পক্ষের বক্তব্য শোনে। এদিকে, আদালতের কাছে সময় চেয়েছেন উপ-মুখ্যমন্ত্রীর আইনজীবী। এরপর, ৮ মে এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেয় আদালত।

একই সঙ্গে, অভিযোগকারী হরেশ মেহতার আইনজীবী প্রফুল আর প্যাটেল, শুনানির সময়, আদালতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে বলেন, কেউ যদি অশালীন ভাষা ব্যবহার করে তবে এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এই অবস্থায় আসামি যত বড়ই হোক না কেন, তাঁকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

Related Articles

Back to top button
error: