HighlightNewsদেশ

সিকিমে প্রবল তুষারপাত, নিহত ৬ পর্যটক: বরফের তলায় চাপা পড়ে রয়েছেন ১৫০ পর্যটক; উদ্ধারকাজ শুরু করেছে বিআরও

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার সিকিমের রাজধানী গ্যাংটকে তুষারধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৫০ জন বরফে আটকা পড়ে রয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন মহিলা ও একটি শিশু রয়েছে। ঘটনাটি দুপুর ১২:২০ নাগাদ জওহরলাল নেহরু মার্গে গ্যাংটক থেকে নাথু লা পাসের সাথে সংযোগকারী স্থানে ঘটে।
উদ্ধারকারী দল ২২ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করেছে। এর মধ্যে ৬ জনকে গভীর খাদ থেকে বের করা হয়েছে। দুর্ঘটনা এলাকায় ১৩তম মাইলস্টোন যাওয়ার জন্য ১৪তম মাইলস্টোন পাস জারি করা হয়। এর আগে যাওয়ার অনুমতি নেই। বলা হচ্ছে, পর্যটকরা জওহরলাল নেহেরু মার্গে ১৪তম মাইলস্টোন পর্যন্ত গিয়েছিলেন এবং এখানেই দুর্ঘটনা ঘটে। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে।
তুষার ধসের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ১১ জন পর্যটকের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Related Articles

Back to top button
error: