Highlightদেশ

আবারও হিজাব বিতর্ক! হিজাব পরেই পরীক্ষা দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শিক্ষার্থীদের

টিডিএন বাংলা ডেস্ক: আবারও কর্নাটকে শুরু হতে যাচ্ছে হিজাব বিতর্ক! কর্নাটকে হিজাব পরেই কলেজগুলিতে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হোক। এমনই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন কিছু মুসলিম শিক্ষার্থীরা। মামলাকারীদের পক্ষ থেকে তাদের আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আবেদন করেন দ্রুত এই মামলাটির শুনানি শুরু করা হোক। আবেদনকারীদের আবেদনে সারা দিয়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান অবিলম্বে এই ব্যাপারে বেঞ্চ গঠন করা হবে।

উল্লেখ্য যে, খবরে প্রকাশ আগামী ৯ মার্চ কর্নাটকের সরকারি কলেজগুলিতে শুরু হচ্ছে পরীক্ষা। কিন্তু সেখানে সরকারি প্রতিষ্ঠানে হিজাব পরে প্রবেশের অনুমতি নেই। যার ফলে মুসলিম হিজাব পরিহিতা ছাত্রীরা পরীক্ষা দিতে পারছেন না। মামলাকারীদের আইনজীবী আদালতকে জানিয়েছেন, হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি না দেওয়া হলে অসংখ্য পড়ুয়াদের একটা বছর নষ্ট হয়ে যাবে। ইতিপূর্বেও হিজাব সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে উঠে ছিল। কিন্তু সেই মামলায় দুই বিচারপতি ভিন্ন ভিন্ন রায় দেন। তাই এবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, বিষয়টি তিন বিচারপতির বেঞ্চে পাঠানো হবে।

Related Articles

Back to top button
error: