HighlightNewsরাজ্য

এসএসসির গ্রুপ সি নিয়োগে ভয়াবহ দুর্নীতি, প্রাপ্ত নম্বর ০, বেড়ে হল ৫৭!

টিডিএন বাংলা ডেস্ক: নিয়োগ দুর্নীতির মামলায় এবার বড়সড় দুর্নীতি প্রকাশ্যে। গ্রুপ সি নিয়োগের তালিকা প্রকাশ করল এসএসসি। ফাঁস নিয়োগ প্রক্রিয়ায় হওয়া বেলাগাম দুর্নীতি। সোমবার, গ্রুপ সি নিয়োগের ৩ হাজার ৪৭৮ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি।
স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত ওই তালিকায় হদিশ মিলেছে কিভাবে নম্বরে কারচুপি করে তালিকায় থাকা প্রার্থীদের মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আদালতের রায়ে চাকরি গিয়েছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি ও ডি কর্মীদের। এরপর, সোমবার গ্রুপ সি নিয়োগের ৩ হাজার ৪৭৮ জনের তালিকা প্রকাশ করে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের তালিকায় নম্বর বিভাজন তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পর আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে যে গ্রুপ সি নিয়োগে কী ভয়াবহ দুর্নীতি হয়েছে। তালিকায় আট নম্বরে নাম থাকা আব্দুল মান্নান সরকার পরীক্ষায় আদতে পেয়েছেন শূন্য। কিন্তু এসএসসি প্রকাশিত ওএমআর শিটে তাঁর প্রাপ্ত নম্বর ৫৭। তালিকার ১৪ নম্বরে নাম থাকা আব্দুর রজাক মিঞার ওএমআর শিটে প্রাপ্ত নম্বর ছিল ৫৪, কিন্তু আদতে তিনি ০ পেয়েছেন। এই তালিকা থেকে এটা স্পষ্ট, যাঁরা চাকরি পাননি, তাঁদেরও দেদার নম্বর বাড়ানো হয়েছে। অনেকেই পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে দেদার নম্বর পেয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। অযোগ্যদের নম্বর যেমন বাড়ানো হয়েছে, একইরকমভাবে যোগ্যদের নম্বর কমানো হয়েছে বলেও জানা গিয়েছে। নম্বরে কারচুপি করে অযোগ্যদের সুপারিশপত্র দেওয়া হয়েছে। তবে খুব অল্প সংখ্যক পরীক্ষার্থীর নম্বর ওএমআর শিট ও এসএসসি প্রকাশিত তালিকার সঙ্গে সাদৃশ্য রয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ে ৮৮২ জনের চাকরি বাতিল হয়েছে। এদের মধ্যে ৫৭ জনকে সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ।

Related Articles

Back to top button
error: