HighlightNewsরাজ্য

আবার উত্তপ্ত ভাঙড়! বিধায়ক নওশাদের সভা ঘিরে সংঘাতে তৃণমূল-আইএসএফ, গ্রেফতার ৪

টিডিএন বাংলা ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকির একটি রাজনৈতিক সভার মঞ্চ বাঁধাকে কেন্দ্র করে হাতাহাতি সংঘাতে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং আইএসএফের কর্মী সমর্থকেরা। গতকাল শনিবার রাতে শুরু হয় এই সংঘাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। রবিবার সকালেও কয়েক দফায় সংঘাত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকির রাজনৈতিক শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দফায় দফায় দুই দলের কর্মীদের মারামারিতে এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজনা প্রশমন করতে চলছে পুলিশি টহল। ঘটনাস্থলে বসেছে পুলিশ পিকেটিং।

এই সংঘাতের জন্য তৃণমূল ও আইএসএফ নেতারা পরস্পর পরস্পরকে দায়ী করেছেন। এই ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সংবাদ মাধ্যমকে বলেন, “এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তি না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় তদন্ত করছে পুলিশ।”

Related Articles

Back to top button
error: