HighlightNewsদেশ

আমাকে নজরবন্দী করা হয়েছে, কেন্দ্রের দাবি মিথ্যা যে এখানে সবকিছু স্বাভাবিক রয়েছে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অপসারণের ৪ বছর পূর্তিতে বিস্ফোরক দাবি মেহবুবার

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দাবি করেছেন যে তাঁকে গৃহবন্দী করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) তিনি একটি ট্যুইট করে আরও দাবি করেন, তাঁর পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) কয়েকজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি ৩৭০ ধারা বাতিলের চতুর্থ বার্ষিকীতে একটি সেমিনার করতে চেয়েছিলেন। প্রশাসন তাঁকে এই সেমিনার করতে দেয়নি এবং উল্টে তাঁকে নজর বন্দী করে রাখা হয়েছে। এদিকে, শনিবার (৫ আগস্ট) সকালে মেহবুবা মুফতিও টুইট করে অভিযোগ করেন, তাঁকে নজর বন্দি করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৩টি পিটিশনের শুনানি করছে সুপ্রিম কোর্ট। ২ ও ৩ আগস্ট শুনানি হয়। শুনানি পরিচালনাকারী পাঁচ বিচারকের মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত। আবেদনকারীদের পক্ষে কৌঁসুলি কপিল সিবাল যুক্তি দিয়েছিলেন যে ৩৭০ ধারার সাথে হেরফের করা যায় না। এর জবাবে বিচারপতি খান্না বলেন, এই অনুচ্ছেদের (গ) ধারা তা বলে না। এর জবাবে সিবাল বলেন, ‘আমি আপনাকে দেখাতে পারি যে ৩৭০ ধারা স্থায়ী।’ এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ৮ আগস্ট। উল্লেখ্য, ৩ বছর পর সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা নিয়ে শুনানি হচ্ছে। এর আগে ২০২০ সালে, পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বিষয়টির শুনানি করেছিলেন। তখন আদালত বলেছিল যে বিষয়টি একটি বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে স্থানান্তর করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: