HighlightNewsদেশ

আমাকেও মেরে ফেলা হতে পারে, বললেন চন্নী, বৈশাখীর ছুটির দিনেও ডেকেছে ভিজিল্যান্স, আমি নির্যাতন সইতে প্রস্তুত

টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি আম আদমি পার্টির (এএপি) সরকারের ওপর তাঁকে খুন করতে চেষ্টা করার অভিযোগ করেছেন। এদিকে, আজ বৈশাখীর দিন ভিজিল্যান্সের সামনে পেশ হতে হবে চন্নিকে। তাঁর অসামঞ্জস্যপূর্ণ সম্পদের বিষয়ে তদন্ত করতে ভিজিল্যান্সের তরফে তাঁকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন, চণ্ডীগড়ের পাঞ্জাব কলা ভবনে চরণজিৎ চান্নি বলেন, ‘ভিজিল্যান্স এর আগে ১২ এপ্রিল তদন্তে যোগ দেওয়ার জন্য ডেকেছিল। আমি তাদের বললাম যে আমি ব্যস্ততার কারণে আসতে পারব না।

এর আগে, জলন্ধরে সাংবাদিক সম্মেলন করেছিলেন চরণজিৎ চান্নি। তিনি বলেন, আমি প্রস্তুত, একাই ভিজিল্যান্স অফিসে যাব।চান্নি বলেন, ‘ভিজিল্যান্স আমাকে ২০ এপ্রিল আবার ফোন করে। আমি সংবাদ সম্মেলনে সত্যটা জানালে সরকার হতবাক হয়ে আজ নিজেই ডেকেছে। পঞ্জাব সরকার বৈশাখীর ছুটি থাকা সত্ত্বেও আমার জন্য ভিজিল্যান্স অফিস খুলেছে, যাতে আমাকে হয়রানি করা যায়। আমি মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারের অত্যাচার সহ্য করতে প্রস্তুত। পাঞ্জাব সরকার মারতে পারে, মারাতেও পারে, কিন্তু আমি একা ভিজিল্যান্স অফিসে যাব। পাঞ্জাব সরকার আমাকে গ্রেফতার করতে পারে। আজ নিজেই আমাকে জেলে ফেলতে পারে। কিন্তু, আমি আমার গুরু এবং চমকৌর সাহেবের সিনিয়র সাহেবজাদের কাছ থেকে মাননীয় সরকারের অত্যাচার সহ্য করার শক্তি পাচ্ছি।’

Related Articles

Back to top button
error: