HighlightNewsদেশ

কারা খুন করেছে জানি না, এই অভিযোগ আমার ওপর থেকে সরানো উচিত, বললেন নলিনী

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার রাজীব গান্ধী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে, সুপ্রিম কোর্ট নলিনী এবং আরপি রবিচন্দ্রন সহ সমস্ত দোষীদের মুক্তির নির্দেশ দিয়েছিল। ১৮মে, সুপ্রিম কোর্ট একই মামলায় দোষী সাব্যস্ত পেরারিভালানকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। বাকি আসামিরাও একই আদেশের বরাত দিয়ে আদালতের কাছে মুক্তি চেয়েছিলেন।
জেল থেকে মুক্তি পাওয়ার পর নলিনী শ্রীহরণ বলেন,রাজীব গান্ধীর হত্যার সাথে তাঁর নাম যুক্ত করা গ্রহনযোগ্য নয়, কে তাঁকে হত্যা করেছে তিনি জানেন না, তবে এই অভিযোগ তাঁর ওপর থেকে মুছে ফেলা উচিত।

নলিনী বলেন, কিছু লোক আমাদের মুক্তির বিরোধিতা করছে। আমরা কংগ্রেসি। যখন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, তখন আমাদের পরিবার শোকাহত ছিল, কারও কাছে খাবারও ছিল না। রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে আমার নাম উল্লেখ করা হয়েছে তা আমি মেনে নিতে পারি না। আমার এই অভিযোগ থেকে মুক্ত হওয়া উচিত। কারা তাঁকে হত্যা করেছে তা আমরা জানি না।

Related Articles

Back to top button
error: