টিডিএন বাংলা ডেস্কঃ এক সাফাইকর্মীকে জেল হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ ওঠে আগ্রাতে। মৃত সাফাই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু প্রথম আগ্রা এক্সপ্রেসওয়েতে তাকে রাস্তায় আটকে দেয় যোগী রাজ্যের পুলিশ। এ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “সরকারের স্ট্র্যাটেজি বুঝতে পারছি না, উত্তরপ্রদেশে কেন বারবার আমাকে আটকানো হচ্ছে।” পুলিশ জানিয়ে দেয় আগ্রা যেতে পারবেন না প্রিয়াঙ্কা গান্ধী, কারণ সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশের এই কথায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে থাকা উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার। তিনি বলেন, “১০ হাজার মানুষ নিয়ে জনসভা করছেন প্রধানমন্ত্রী, সেখান ১৪৪ ধারা জারি করা হয়েছে কি?” এরপরে প্রিয়াঙ্কা গান্ধী ও তার সঙ্গে থাকা কংগ্রেস নেতারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর প্রিয়াঙ্কা গান্ধী তার কনভয় নিয়ে জোরপূর্বক আগ্রার দিকে রওনা হওয়ার চেষ্টা করলে তাকে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালুকে আটকে রাখে পুলিশ। আটক করে রাখার সময় দেখা যায় একাধিক কংগ্রেস কর্মী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে আসেন এবং তাকে দেখে উচ্ছসিত হয়ে ওঠেন কংগ্রেস কর্মীরা। একইসঙ্গে বহু মহিলা পুলিশকর্মীকে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায় গিয়েছে।