HighlightNewsদেশ

আমার হাউসে কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধে অযৌক্তিক ও অপ্রয়োজনীয় অভিযোগ আনা হয়েছে, লোকসভা স্পিকারের কাছে রাহুল গান্ধীর দ্বিতীয় চিঠি

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার ফের একবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, তাঁর বিরুদ্ধে অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। রাহুল আবেদন করেছেন, ব্রিটেনে দেওয়া বিবৃতি নিয়ে তাঁকে হাউসে কথা বলার সুযোগ দেওয়া উচিত, কারণ তাঁর হাউসে কথা বলার অধিকার রয়েছে।
এর আগে, কংগ্রেস নেতা সোমবারও একই বিষয়ে লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি লিখেছিলেন। সংসদে তাঁর বক্তব্য রাখার দাবি জানিয়েছিলেন।
এদিকে, ব্রিটেনে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্য করার জন্য বিজেপি ক্রমাগত রাহুলের কাছে ক্ষমা চাওয়ার দাবি করছে। একই সঙ্গে, রাহুল বলেছেন সরকারের কিছু মন্ত্রী তাঁর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কথা বলার অভিযোগ এনেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

চিঠিতে রাহুল লোকসভার ৩৫৭ বিধি উল্লেখ করেছেন। তিনি বলেন, বিধি ৩৫৭ হাউসে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়ার অনুমতি দেয়। রাহুলের মতে, যে কোনও সাংসদ স্পিকারের অনুমতি নিয়ে তাঁর ব্যাখ্যা দিতে পারেন, এমনকি হাউসে কোনও প্রশ্ন না থাকলেও।
তিনি বলেন, তিনি সংসদীয় কনভেনশন, সাংবিধানিকভাবে প্রাকৃতিক ন্যায়বিচারের নিয়মাবলী এবং লোকসভার কার্যপ্রণালী এবং কার্যক্রম পরিচালনার নিয়মের ৩৫৭ বিধির অধীনে এই অনুমতি চাইছেন।

Related Articles

Back to top button
error: