HighlightNewsদেশ

“সর্বশক্তি দিয়ে ভারতকে সাহায্য করব”, করোনা সংকটে পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকার দুঃসময় পাশে এসে দাঁড়িয়েছিল ভারত। তাই এবার ভারতের এই চরম করোনা সংকটে আমেরিকার সব রকমের শক্তি দিয়ে সাহায্য করবে বলে আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথোপকথন করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর মঙ্গলবার হোয়াইট হাউস থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জো বাইডেন জানান,”আমি শীঘ্রই ভারতে সব রকমের সাহায্য পাঠাচ্ছি। তার মধ্যে রেমডেসিভির ও অন্যান্য ওষুধও রয়েছে। ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও আমরা পাঠাচ্ছি। এতে টিকা উৎপাদন বৃদ্ধি পাবে।”

তিনি আরো বলেন,”আমরা এখন যে সমস্যার মধ্যে রয়েছি তাতে আরও বেশি টিকার ব্যবহার শুরু করতে হবে আমাদের। তবে আমরা এই মুহূর্তে অন্যান্য দেশে টিকা পাঠাতে সক্ষম। সেটা আমরা ভারতকে দিয়েই শুরু করতে চাইছি। কারণ আমাদের দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছিল ভারত।”

 

 

 

Related Articles

Back to top button
error: