HighlightNewsআন্তর্জাতিক

আবারও লংমার্চের ডাক ইমরানের, রাজধানী অবরুদ্ধ করে সরকারকে চমকে দেওয়ার পরিকল্পনা

টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন লংমার্চে সরকারকে চমকে দেবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। লংমার্চের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকায় রোববার তাজিলা রেলওয়ে মাঠে দলীয় সমাবেশে তিনি এ কথা জানান। ইমরান খান বলেন, তিনি সরকারকে এবার ‘চমকে’ দেবেন। কারণ তার পরিকল্পনা সম্পর্কে সরকার কিছুই জানে না। এসময় তিনি কথিত যড়যন্ত্র এবং বিতর্কিত গোপন সঙ্কেতের বিষয়েও কথা বলেন।

ইমরান খান পকিস্তার মুসলিম লিগের (পিএমএল) নেতা মরিয়ম নওয়াজ শরিফের অভিযোগ নাকচ করে বলেন, ওই গোপন সঙ্কেত প্রধানমন্ত্রীর বাসা থেকে হারিয়ে যায়নি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ওই গোপন সঙ্কেতের অর্থ পররাষ্ট্র দফতরে সহজলভ্য ছিল। অ্যাভেনফিল্ড অ্যাপার্টমেন্ট মামলা থেকে মরিয়ম শরিফের খালাস প্রসঙ্গে ইমরান খান বলেন যে তাকে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলায় দোষী সাব্যস্ত হওয়া ঠেকাতে আইন পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ক্ষমতাসীন জোট দ্বিতীয় ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিনেন্স (এনআরও) নিয়ে সন্তুষ্ট নয় এবং তারা আরো অর্থ উপার্জনের চেষ্টা করছে। পিটিআইয়ের লংমার্চের ব্যাপারে ইমরান খান বলেন, ‘আমি তাদের পরিকল্পনা জানি। কিন্তু তারা আমারটা জানে না।’

তিনি লংমার্চের জন্য দলীয় নেতাকর্মী ও অনুসারীদের প্রস্তুত থাকতে বলেছেন। এবং সকল প্রস্তুতি শেষ হলে তাদের জানানো হবে বলেও জানান তিনি। এছাড়া নেতাকর্মীদের ‘সংক্ষিপ্ত নোটিশে’ রাজধানীতে মিছিল করার জন্যও প্রস্তুত থাকতে বলেছেন পিটিআই প্রধান। তিনি বলেন, দেশে নামার পর গ্রেফতার করা হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এমন আশ্বাস পেলে ইসহাক দার পাকিস্তানে ফিরে আসবেন। তিনি আরো বলেন, বর্তমানে উচ্চ মুদ্রাস্ফিতির মোকাবেলা করছে দেশ এবং দিন দিন অর্থনীতি ক্রমেই নিম্নমুখী হচ্ছে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন দেয়া কঠিন হয়ে পড়েছে।

ইমরান খান জানান, সরকার তাকে গ্রেফতার করতে তিনবার পুলিশ পাঠিয়েছে। তিনি বলেন, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত। পুরো জাতি কারাগারে যেতে প্রস্তুত। এর আগে গত ২৫ মে পাকিস্তান সরকারের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে লংমার্চ করতে দেবে না বলে ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি পিটিআইয়ের লংমার্চকে ‘ফিতনা’ ও ‘ফ্যাসাদ’ হিসেবে অবহিত করে বলেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। জোট শরিকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের রানা সানাউল্লাহ বলেন, লংমার্চের অংশগ্রহণকারীদের থামিয়ে দেয়া হবে। সূত্র : ডন, নয়া দিগন্ত

Related Articles

Back to top button
error: