HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

সামনেই উচ্চমাধ্যমিক, বাজির শব্দে পড়াশোনা উঠেছে লাঠে, প্রতিবাদ করায় আক্রান্ত

টিডিএন বাংলা ডেস্ক : বাজির শব্দে পড়াশোনা উঠেছে লাঠে, প্রতিবাদ করায় আক্রান্ত হলেন একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। আর কয়েকটা দিন তারপরই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু কিছুজন বাড়ির ঠিক সামনে বাজি ফাটানোয় পড়ায় মন বসছিল না একেবারেই। তাই বারুইপুরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলি বাজি ফাটানোর প্রতিবাদ করে ছিলেন। বিনিময়ে ব্লেড দিয়ে হামলা চালানো হয় তার উপর।

খবরে প্রকাশ, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারুইপুর মল্লিকপুরে। মহম্মদ ফায়েজ সেখানকারই বাসিন্দা রাজপুর চৌহাটী হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ির সামনেই বাজি ফাটানোর প্রতিবাদ করেছিল সে। সেই কারণেই তাঁর উপরে হামলা করা হয় বলে অভিযোগ। অতর্কিতে ছাত্রের ঘাড়ে, মাথায়, পিঠে ও শরীরের বিভিন্ন অঙ্গে ব্লেড চালিয়ে দেয় দুজন যুবক। রক্তারক্তি কাণ্ড বেঁধে যায় বাড়ির সামনে। দ্রুত ওই আহত ছাত্রকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালে ওই ছাত্রের সারা শরীরে প্রায় ৩২টি সেলাই পড়েছে বলে খবর। পুলিশে অভিযোগ জানানো হলে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল মহম্মদ সাবির ও মহম্মদ রাজ। আক্রান্ত ওই পরিবারের দাবি, দোষীদের কড়া শাস্তি দিতে হবে। মল্লিকপুর এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনই নাবালক, তাদের জুভেনাইল কোর্টে তোলা হবে।

Related Articles

Back to top button
error: