HighlightNewsদেশ

মদ নীতি মামলায়, আদালত আবার হেফাজত বাড়াল সিসোদিয়ার: ২৭ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে এবং ২৯ এপ্রিল পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন মণীশ

টিডিএন বাংলা ডেস্ক: মদ নীতির মামলায় কারাগারে থাকা দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মনীশ সিসোদিয়ার হেফাজত আরও একবার বাড়িয়েছে আদালত। মণীশ সিসোদিয়া ২৭ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে এবং ২৯ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন। আদালত এই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য দুই অভিযুক্ত অরুণ রামচন্দ্র পিল্লাই এবং আমনদীপ ধলকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, মদ নীতির ক্ষেত্রে, ইডি আর্থিক তছরুপের মামলার তদন্ত করছে। একই সঙ্গে অনিয়মের মামলার তদন্ত করছে সিবিআই।উভয় মামলায় সিসোদিয়ার হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজ। ৩ এপ্রিল, আদালত ১৭ এপ্রিল পর্যন্ত সিসোদিয়ার সিবিআই হেফাজত মঞ্জুর করে। দুদিন পরে, ৫ এপ্রিল, আদালত ১৭ এপ্রিল পর্যন্ত ইডিকেও সিসোদিয়ার দেয়। আদালত ১৮ এপ্রিল সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি করবে।

Related Articles

Back to top button
error: