HighlightNewsরাজ্য

প্রথম লোকসভার লড়াইয়ে নেমেই বামফ্রন্টকে পিছনে ফেলে তৃতীয় স্থানে আইএসএফ

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: এই বছর ২০২৪ সালে প্রথম লোকসভার লড়াইয়ে নেমেই বামফ্রন্টকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের জোট সঙ্গী আইএসএফ। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে এগিয়ে আছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর বিজেপি তারপর তৃতীয় শক্তি হিসাবে বামফ্রন্টকে সরিয়ে আইএসএফের নাম উঠে এসেছে। এই আসন গুলি হল- বসিরহাট, বারাসত, জয়নগর ও মথুরাপুর।

জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বসিরহাট আসনে ৩৫৮০৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম, ১৬২১২৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন রেখা পাত্র, এরপরই ৫৮২১২ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস।

বারাসত আসনে ৬৯৩৫২ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন আইএসএফ প্রার্থী তাপশ ব্যানার্জী। জয়নগর আসনে ৪১১৩৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার। যেখানে আরএসপি প্রার্থী পেয়েছেন মাত্র ২৩০০৮ ভোট। এছাড়াও মথুরাপুর লোকসভা আসনেও বেশি ভোট পেয়ে তৃতীয় শক্তি হিসাবে উঠে এসেছে আইএসএফ। এখানে আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস পেয়েছেন ৩১৬২৩টি ভোট।

এছাড়াও অন্যান্য আসনগুলোতেও নতুন দল হিসাবে আইএসএফ প্রার্থীরা বেশ ভালো ফলাফল করেছেন বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে এক সময়ের জোট শরিক বামফ্রন্টকে পিছনে ফেলে তাদের তৃতীয় স্থানে উঠে আসাকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: