HighlightNewsদেশ

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৪% বৃদ্ধি পেয়েছে, দিল্লিতে মৃত ৮

টিডিএন বাংলা ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এখনও পর্যন্ত দেশে ৫ লাখ ২৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। যদিও বর্তমানে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৫৭%। তবে, গত ২৪ ঘন্টায়, দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,২৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩,৭৯৬ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,২৮৭ জন। সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। বুধবার, রাজ্যে ১,৮০০ সংক্রামিতের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে নতুন করোনা আক্রান্তের পরিসংখ্যানের হার ৭.৮৪%।

মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে দিল্লি থেকে। বুধবার দিল্লিতে ১,৬৫২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দিল্লি ছাড়াও অন্যান্য রাজ্যে বেড়েছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। কর্ণাটকে ৮৮৬ জন, হরিয়ানায় ৭২৫ জন, তামিলনাড়ুতে ৬৪৯ জন, তেলেঙ্গানায় ৫০৭ জন, রাজস্থানে ৫০২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Back to top button
error: