HighlightNewsখেলাদেশ

হার্দিকের প্রথম অধিনায়কত্বেই আয়ারল্যান্ডকে হারিয়ে বিজয়ী ভারত

টিডিএন বাংলা ডেস্ক: প্রত্যাশা মতোই হার্দিকের প্রথম অধিনায়কত্বেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টি­টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে হেলায় হারিয়ে বিজয়ী হল ভারত। ভারত অধিনায়ক হিসাবে অভিষেকেই এমন বিশাল ব্যবধানে জয়ে উচ্ছসিত হার্দিকের ফ্যানেরা। এর আগে প্রথম আইপিএল অধিনায়ক হিসাবে নতুন দল গুজরাটকে ফাইনাল জিতিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে ছিলেন খেলা প্রেমিদের। তারপর এই জয়ে নিঃসন্দেহে তার সম্মান আরও বাড়ল ভারতীয় ক্রিকেট মহলে।

রবিবার ডাবলিনে প্রবল বৃষ্টির কারণে পুরো কুড়ি ওভারের ম্যাচ না করে ম্যাচ হয় ১২ ওভারে। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। প্রথম ওভারেই উইকেট নেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে হার্দিকের কাছে দ্বিতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। চতুর্থ ওভারে আবারও উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে হ্যারি টেক্টর ৬৪ রানে অপরাজিত ইনিংসের উপর ভর করে ১০৮ রানেই খেলা শেষ করে আয়ারল্যান্ড। ১০৮ রানের উত্তরে ব্যাট করতে নেমে ৯.২ ওভারে ৭ উইকেট হাতে নিয়ে অনায়াসেই সেই রান তুলে দেয় ভারত। এই ম্যাচে অভিষেক ঘটেছিল জম্মু-কাশ্মীরের আগুনে পেসার উমরান মালিকের। যিনি নিজের বলের গতি দিয়ে গত আইপিএলে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তবে এই ম্যাচে উমরান মালিক এক ওভার বল করে দেন ১৪ রান। অভিষেক ম্যাচে তিনি মাত্র একটিই ওভার বল করেন। কোনও উইকেট পাননি। প্রথম ম্যাচটিকে সে ভাবে স্মরণীয় করে রাখতে পারলেন না কাশ্মীরি পেসার। আগামী ২৮ জুন সিরিজের শেষ ম্যাচে নামছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল‌্যান্ড : ১০৮-৪ (১২ ওভার) হ‌্যারি টেক্টর ৬৪ নট আউট, লরকান টাকার ১৮, ভুবনেশ্বর ১-১৬, চাহাল ১-১১। ভারত : ১১১-৩ (৯.২ ওভার) দীপক হুডা ৪৭ নট আউট, ঈশান কিষান ২৬, হার্দিক ২৪, ক্রেগ ইয়ং ২-১৮।

Related Articles

Back to top button
error: