HighlightNewsদেশ

হিন্দু রাষ্ট্র হবে ভারত, রাজ্যের স্বয়ংসেবকদের প্রস্তুত হতে বললেন সংঘ প্রধান মোহন ভাগবত

টিডিএন বাংলা ডেস্ক: হিন্দু রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে ভারতকে। কলকাতায় এসে রাজ্যের আরএসএস নেতৃত্বদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। বুধবার, কলকাতায় সায়েন্স সিটিতে বাংলায় সংঘের প্রবীণ প্রচারক কেশবরাও দীক্ষিত ও শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় যোগ দিয়ে ভাগবত বলেন, এমন একটা হিন্দু রাষ্ট্র হিসাবে তৈরি করতে হবে যে পৃথিবীর প্রতিটি দেশ থেকে লোকে এসে এদেশের মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারে।‌‌ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, প্রতিটি স্বয়ংসেবককে সেভাবেই তৈরি করতে হবে।‌‌

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের সহ কার্যবাহ রামদত্ত চক্রধর, সহ প্রচারক অদ্বৈতচরণ দত্ত, ক্ষেত্রীয় সংঘচালক ড. অজয় নন্দী ও অন্যান্যরা।‌‌ মঞ্চে ভাষণ দিতে গিয়ে প্রয়াত কেশবরাও-এর জীবন ও কাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভাগবত বলেন, নিজের জীবনকে কীভাবে মানুষের কাজে নিয়োজিত করতে হয়, তার প্রমাণ এঁরাই।

একইসঙ্গে নরেন্দ্র মোদির ‘বিশ্বনায়ক’ তত্ত্বের ছায়া প্রসঙ্গে ভাগবত বলেন, ভারতকে গোটা বিশ্বের কাছে আদর্শ হিসাবে গড়ে তুলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দায়িত্ব নিতে হবে। সেভাবেই স্বয়ংসেবকদের তৈরি করতে হবে। দেশ ও সমাজকে গড়ে তুলতে হবে।

এদিন কলকাতায় যখন ভারতকে হিন্দু রাষ্ট্র গড়ার ডাক দিচ্ছেন ভাগবত, সেসময়ই মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’কে নিষিদ্ধ করে দেয় কেন্দ্রের মোদি সরকার। শ’য়ে শ’য়ে পিএফআই সদস্যদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর একাধিক রাজনৈতিক সংগঠনের তরফে দাবি করা হয়েছে, আরএসএস আর পিএফআই আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। শুরু তাই নয়, গেরুয়া শিবিরের বিরোধীদের বক্তব্য, পিএফআইকে নিষিদ্ধ করলে আরএসএসকেও নিষিদ্ধ করা উচিত। এই বিষয়ে বিতর্ক বাড়িয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র সঙ্গে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের তুলনা করে দিগ্বিজয় দাবি করেন, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ পিএফআইয়ের মতোই মৌলবাদী এবং উগ্র। তাই পিএফআই-এর বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয়, তাহলে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

Related Articles

Back to top button
error: