HighlightNewsআন্তর্জাতিক

তুর্কি হামলায় সিরিয়ায় নিহত জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান কুরাইশি, জানালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

টিডিএন বাংলা ডেস্ক: তুর্কির বিশেষ সামরিক বাহিনীর হামলায় সিরিয়ায় নিহত হয়েছেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু হুসেইন আল-কুরাইশি। এমনই খবর জানালেন খোদ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বেশ কিছু দিন থেকেই আবু হুসেইন আল-কুরাইশিকে অনুসরণ করছিল তুর্কি বাহিনী। এরপর সুযোগ বুঝে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জান্দারিজে বিশেষ অভিযান চালায় তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি। টিআরটি তুর্ক সম্প্রচারমাধ্যমে এক সাক্ষাৎকারে এরদোয়ান দাবি করেছেন, সেই অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু হুসেইন আল-কুরাইশি নিহত হয়েছেন। তিনি আরও বলেন, “কোনো বাছবিচার ছাড়াই আমরা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব।” এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উল্লেখ্য যে, গত বছর নভেম্বরে সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক অভিযানে আইএস এর তৎকালীন প্রধান আবু আল হাসান- আল-হাশেমি আল-কুরেশি নিহত হন। এরপরই আইএস এর দায়িত্ব গ্রহণ করেছিলেন আবু হুসেইন আল-কুরাইশি।

Related Articles

Back to top button
error: