HighlightNewsআন্তর্জাতিক

ফিলিস্তিনের শরণার্থী শিবিরে হামলা করতে গিয়ে প্রচণ্ড প্রতিরোধের মুখে ইসরাইলি সেনারা

টিডিএন বাংলা ডেস্ক: তুলকারাম ব্রিগেডের ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের প্রচণ্ড যুদ্ধ চলছে। ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আজ (শুক্রবার) ভোরে তুলকারাম শরণার্থী শিবিরে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ফিলিস্তিনী যুবক মাহমুদ জিহাদ আল-জারাদ শহীদ এবং অপর ৭ জন আহত হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা আল-ইয়াওম জানিয়েছে তুলকারেম ব্রিগেড আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে তুলকারাম শিবিরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসন চলাকালে ফিলিস্তিনি যোদ্ধারা শত্রুর বিরুদ্ধে সাহসিকতা ও বীরত্বের এক নতুন অধ্যায় রচনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তুলকারাম ব্রিগেডের সারায়া আল-কুদস যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর কয়েক দফা প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। ইহুদিবাদী সেনা এবং তাদের সাঁজোয়া যানগুলো প্রচণ্ড গোলাগুলির মধ্যে আটকা পড়ে যায়। ব্রিগেডের প্রকৌশল ইউনিট উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটালে শত্রুদের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তুলকারাম শিবিরে ব্রিগেডের যোদ্ধারা ফিলিস্তিনিদের উদ্দেশে বলেছিল: আমরা এখনও শহীদদের দেখানো পথ অনুসরণ করার ব্যাপারে বীরত্বের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের শহর এবং তুলকারাম শরণার্থী শিবিরের সুরক্ষায় শক্তিশালী ঢাল হয়ে লড়ে যাবো। সর্বপ্রকার ত্যাগ স্বীকারে আমরা অনড়, অটল থাকবো। সূত্র- পার্সটুডে

Related Articles

Back to top button
error: