HighlightNewsদেশ

“একটা পক্ষ নির্বাচন করার সময়, আমি কৃষকদের সঙ্গে আছি”; গাজীপুর বর্ডার প্রসঙ্গে বললেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে হওয়া হিংসাত্মক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ দিনভর দিল্লি ও উত্তর প্রদেশের গাজীপুর বর্ডারে উত্তেজনা অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশের যোগী সরকার বিক্ষোভকারীদের অপসারণের নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একই সাথে টুইট করে কৃষকদের সমর্থন করার বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও।

একটি টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন,”একটি পক্ষ বেছে নেওয়ার সময়। আমার সিদ্ধান্ত পরিষ্কার। আমি গণতন্ত্রের সাথে আছি, আমি কৃষকদের এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে আছি।”

অপরদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা টুইট করে লিখেছেন,”গতকাল রাতের অন্ধকারে লাঠি দিয়ে কৃষকদের আন্দোলন শেষ করার চেষ্টা করা হয়েছে। আজ গাজীপুর, সিংঘু বর্ডারে কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে। এটি গণতন্ত্রের সমস্ত নিয়মের বিরুদ্ধে। কংগ্রেস কৃষকদের এই আন্দোলনে পাশে থাকবে। কৃষকরা দেশের স্বার্থ। যারা তাদের ভাঙতে চান — তারা দেশদ্রোহী।”

অপর একটি টুইট করে তিনি আরও লেখেন, “হিংসাত্মক উপাদানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক কিন্তু যে কৃষকরা শান্তিপূর্ণভাবে মাসের পর মাস ধরে আন্দোলন করছেন, তাদের সাথে দেশের মানুষের সম্পূর্ণ শক্তি রয়েছে।”

Related Articles

Back to top button
error: