HighlightNewsদেশ

২৬ জানুয়ারি শান্তিপূর্ণভাবে হবে ট্রাক্টর মার্চ, গণতন্ত্র দিবসের প্যারেডে কোন বাধা সৃষ্টি করা হবে না; জানালেন কৃষক নেতারা

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লির সীমান্তে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার ৫৩ দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন কৃষক সংগঠনের সদস্যরা। ইতিমধ্যেই একাধিকবার কেন্দ্রের সাথে বৈঠকের পরেও নিজেদের দাবিতে অনড় রয়েছেন কৃষক সংগঠনের সদস্যরা। এই পরিস্থিতিতে আগামী ২৬ জানুয়ারি দিল্লির ভেতরে ট্রাক্টর প্যারেড করার ঘোষণা করেছিলেন কৃষক নেতারা। গণতন্ত্র দিবসের দিন এই প্যারেড প্রসঙ্গে এদিন যোগেন্দ্র যাদব সহ অন্যান্য কৃষক নেতা জানান, কৃষকদের প্যারেড সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে হবে এবং এটা আমাদের অধিকার।এদিকে আগামীকাল শীর্ষ আদালতে কৃষকদের এই ট্রাক্টর প্যারেড নিয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া পিটিশনের শুনানি হবে। এই অবস্থায় কৃষক নেতারা জানিয়েছেন, আগামীকাল সুপ্রিম কোর্ট যদি কৃষকদের প্যারেড স্থগিত করার আদেশ দেয় তার সত্বেও কৃষক প্যারেড করা হবে।

কৃষক নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, গণতন্ত্র দিবস উদযাপন করার অধিকার গোটা দেশের প্রত্যেকটি নাগরিকের আছে। দেশের সেনা যখন প্যারেডের শামিল হতে পারে তখন কৃষকদেরও এই অধিকার আছে। জওয়ানরা কৃষকদের সন্তান এবং কৃষকরা দেশের অন্নদাতা। এই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা কৃষক প্যারেড অবশ্যই বার করব, যা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হবে। কেউ কোনো রকম হাতিয়ার নিয়ে এই প্যারেডে শামিল হবেন না। কোন রকমের ভুল স্লোগান দেওয়া হবে না। ট্রাক্টর গুলিতে শুধুমাত্র তিরঙ্গা লাগানো থাকবে এবং কৃষক সংগঠনের পতাকা লাগানোর অনুমতি দেওয়া হবে। কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা লাগানো হবে না।

Related Articles

Back to top button
error: