HighlightNewsদেশ

কোনো প্রার্থী না দিয়ে মমতা “দিদি”কেই সমর্থন করবে ঝাড়খন্ড মুক্তি মোর্চা, জানিয়ে দিলেন হেমন্ত সরেন

টিডিএন বাংলা ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনে ৪০টি আসনে ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রার্থী দেবেন বলে ঘোষণা করেও শেষ পর্যন্ত কোনো প্রার্থী না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্পুর্ন সমর্থন করার বার্তা দিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে হেমন্ত সরেন ঘোষণা করেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। কোনো আসনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়াই করবে না। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সুপ্রিমো শিবু সরেন এ প্রসঙ্গে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর সংবাদমাধ্যমকে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

এর আগে ঝাড়খন্ড সীমান্তবর্তী বিশেষ করে ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর সহ একাধিক জায়গায় নিজেদের দলের প্রার্থী দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা করেছিলেন জেএমএম সুপ্রিমো শিবু সরেন পুত্র হেমন্ত সরেন। তবে এই ঘোষণার পরেই পাল্টা জবাব দিয়ে সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,”কই আমিতো ঝাড়খন্ডে গিয়ে বাঙালি ভোট চাইতে যাই না?” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রকাশ্যে এহেন ক্ষোভ প্রকাশের পর শেষমেষ নিজেদের সিদ্ধান্ত বদল করে যে জেএমএম।

জানা গেছে, ঝাড়খন্ড জনমুক্তি মোর্চার সমর্থন পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন হেমন্ত সরেনকে। এর পরেই এই সিদ্ধান্ত পরিবর্তন। এদিকে ঝাড়খন্ডে কংগ্রেসের সঙ্গে জোট বদ্ধ থাকা ঝাড়খন্ড জনমুক্তি মোর্চার এহেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সমর্থন করায় ক্ষোভ জন্মেছে ঝারখন কংগ্রেসের অভ্যন্তরে। কংগ্রেসের আশা পশ্চিমবঙ্গে কংগ্রেসের সমর্থনে ভোট প্রচারে নামুন হেমন্ত সরেন।

Related Articles

Back to top button
error: