HighlightNewsরাজ্য

হিন্দু মহাসভার সঙ্গে যোগ ডিএ আন্দোলনকারীদের! লাখ লাখ টাকার লেনদেন নিয়ে প্রশ্ন কুণালের

টিডিএন বাংলা ডেস্ক: হিন্দু মহাসভার সঙ্গে যোগ ডিএ আন্দোলনকারীদের! দিল্লিতে গিয়ে অখিল ভারতীয় হিন্দু মহাসভার ভবনে আশ্রয় নিয়েছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের নেতা কর্মীরা। আর তার জন্য যৌথ সংগ্রামী মঞ্চের নামে প্রায় দেড় লাখ টাকা দেওয়া হয় ভারতীয় হিন্দু মহাসভাকে। হিন্দু মহাসভার ভবনে ডিএ আন্দোলনকারীদের আশ্রয় নেওয়া ও এই বিপুল লেনদেন নিয়ে প্রশ্ন তুললেন তৃনমূল নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষ। ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি টুইট করে কুণাল ঘোষ লেখেন, “এই রশিদগুলি আসল না নকল? যদি আসল হয় তাহলে যৌথ মঞ্চ দিল্লিতে কাদের আশ্রয়ে ছিল, কোথায় ছিল বুঝে নিন। যদি এই টাকা দেওয়া হয় তাহলে এত টাকা নগদে কেন? তাহলে টাকা কে বা কারা দিচ্ছে? কত টাকা উঠছে? মঞ্চের পর্দার পিছনের মুখগুলো স্পষ্ট হচ্ছে। রামবামকং। যদি রশিদ ভুল হয়, মঞ্চ জানাক।”

উত্তরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই সময় ডিজিটালকে উদ্দেশ্য করে বলে, “হোটেলের বদলে যদি আমরা অন্য কোনও জায়গায় পয়সা দিয়ে থাকি, তাহলে আপত্তি জানানোর কী আছে? হিন্দু মহাসভা বলেই কি আপত্তি? আমি পয়সা দিয়ে কোনও ধর্মশালায় থাকলে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। মানুষর ঘুরতে গেলে যে কোনও জায়গায় থাকতে পারে। আমরা পাশেই বৌদ্ধ এবং বিড়লা মন্দিরেও ছিলাম। কোথাও তো বিনামূল্যে থাকা হয়নি। বিনা পয়সায় আতিথেয়তা গ্রহণ করলে না হয় প্রশ্ন তুলতে পারতেন। তাছাড়া উনি জানেন না, আমরা নগদে কোনও টাকা দিইনি। অনলাইনে পেমেন্ট হয়েছে।”

Related Articles

Back to top button
error: