HighlightNewsরাজ্য

কেএলও’কে হেয় করতে কৈলাসকে গান পয়েন্টে রেখে আত্মসমর্পণের নাটশের সাজানো হয়েছে, অভিযোগ জীবন সিংহের

টিডিএন বাংলা ডেস্ক: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও’কে মানুষের সম্মুখে অপমানিত করতে বা হেয় প্রতিপন্ন করতে কৈলাস কোচকে গান পয়েন্টে রেখে তাদের উপর অত্যাচার করে আত্মসমর্পণের নাটক সাজানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনর প্রধান জীবন সিংহ।

গোপন ডেরা থেকে একটি অডিও বার্তায় জীবন সিংহ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘কৈলাস কোচকে নিয়ে কলকাতা পুলিশ নাটক করেছে। এটি মিথ্যা এবং সাজানো একটি বিষয়, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনকে হেয় করতে এই নাটক সাজিয়েছে। কৈলাসকে বাংলাদেশে গ্রেফতার করেছে। সেখান থেকেই স্পেশাল টাস্ক ফোর্স কলকাতায় এনেছে। কলকাতায় এনে গুপ্ত স্থানে রেখে এদের উপর অত্যাচার চালিয়েছে। কৈলাস কোচের গ্রেফতার সম্পূর্ণ মানবতাবিরোধী ও আইনবিরোধী।’

তিনি আরও বলেন, ‘কৈলাসকে গান পয়েন্টে রেখে বক্তব্য দেওয়ানো হয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সাজানো ও মিথ্যা। কোচ কামতাপুরের বাসিন্দারা পশ্চিমবঙ্গ পুলিশের মিথ্যা নাটকে বিশ্বাস করবেন না।’

Related Articles

Back to top button
error: