HighlightNewsরাজ্য

কালিয়াগঞ্জে থানায় আগুন, পুলিশকর্মীদের বেধড়ক মার, হামলা পূর্বপরিকল্পিত অনুমান পুলিশের

টিডিএন বাংলা ডেস্ক: এক নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ হয়ে উন্মত্ত জনতা হামলা চালাল সরাসরি থানাতেই। পুলিশকর্মীদের বেধড়ক মার ধরের ঘটনাও ঘটেছে। সেই ভয়াবহ হামলার কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও সেই ছবিগুলো সত্য কিনা যাচাই করেনি টিডিএন বাংলা। এদিকে এই হামলা পূর্বপরিকল্পিত বলে অনুমান পুলিশের। এই মর্মান্তিক ঘটনার সাক্ষি থাকল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।

সম্প্রতি এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে ওই এলাকায়। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। আদিবাসী ও রাজবংশীদের পাশাপাশি এই ঘটনায় প্রতিবাদ জানান বিরোধীরাও। এরপর গতকাল মঙ্গলবার আদিবাসী ও রাজবংশীরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা ইট, পাথর, লাঠি, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন পুলিশের উপরে। আগুন ধরিয়ে দেওয়া হয় থানাতে। চলতে থাকে পুলিশকর্মীদের উপর অকথ্য অত্যাচার। এই হামলার ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন বহু পুলিশকর্মী। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়িন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এডিজি অজয় কুমার জানিয়েছেন, থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button
error: