HighlightNewsদেশ

প্রধানমন্ত্রীর ডিগ্রি মামলা নিয়ে গুজরাট হাইকোর্টে কেজরিওয়াল: ডিগ্রির বিবরণ না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি; শুনানি ৩০ জুন

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি নিয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই মামলায় হাইকোর্টের ৩১ মার্চের রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কেজরিওয়াল। এই সিদ্ধান্তে, গুজরাট হাইকোর্ট প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রি সম্পর্কিত বিশদ বিবরণ দেওয়ার জন্য মুখ্য তথ্য কমিশনার (সিআইসি) এর আদেশ বাতিল করেছে। কেজরিওয়ালের আবেদন গ্রহণ করে হাইকোর্ট সব পক্ষকে নোটিশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জুন।

এর আগে, ২০১৬ সালের এপ্রিলে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় তথ্য কমিশনকে (সিআইসি) একটি চিঠি লিখে দাবি করেছিলেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হোক। চিঠিতে তিনি লিখেছেন, এই বিষয়ে যেকোনো বিভ্রান্তি দূর করতে ডিগ্রিটি প্রকাশ্যে আনতে হবে।

এর পরে, সিআইসিকে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী মোদীর এমএ ডিগ্রি সম্পর্কে কেজরিওয়ালকে তথ্য দিতে বলা হয়েছিল। সিআইসির এই আদেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়। এরপর, গুজরাট হাইকোর্ট, ৩১ মার্চ সিআইসির এই আদেশটি বাতিল করে দেয়। সেই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

Related Articles

Back to top button
error: