HighlightNewsদেশ

‘অভিন্ন দেওয়ানী বিধি’ বিরোধী প্রস্তাব পাস কেরল বিধানসভায়

টিডিএন বাংলা ডেস্ক: ‘অভিন্ন দেওয়ানী বিধি’ বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি)-এর বিরুদ্ধে প্রস্তাব পাস করল কেরল বিধানসভা। দেশের ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে এমন কারণ দেখিয়ে আজ মঙ্গলবার কেরল বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়ে যায়। ওই প্রস্তাবে কেন্দ্রের কাছে একতরফা ও তাড়াহুড়ো পদক্ষেপ থেকে বিরত থাকার দাবি জানানো হয়েছে। ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, এর ফলে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র বাতিল হয়ে যাবে। এই প্রথম দেশের কোনো রাজ্য ‘অভিন্ন দেওয়ানী বিধি’ বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি)-এর বিরুদ্ধে প্রস্তাব পাস করল। মনে করা হচ্ছে, কেরল বিধানসভার দেখানো পথে দেশের বিভিন্ন রাজ্য বিধানসভায় এবার অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হতে পারে। তবে এটাই প্রথম নয় ইতিপূর্বে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধেও একটি প্রস্তাব পাস করা হয়েছিল কেরল বিধানসভায়।

মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের পেশ করা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্র কোন মতাদর্শগত বিতর্কে জড়ানো বা ঐক্যমত্য না নিয়ে একতরফা পদক্ষেপ নিয়েছে। এই ধরনের পদক্ষেপ জনসংখ্যার বিভিন্ন অংশের মধ্যে উদ্যোগ সৃষ্টি করেছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যে ইউসিসি নিয়ে জনগণের উদ্যোগ কেরল বিধানসভার অংশীদার করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, অভিন্ন সিভিল কোড একটি বিভাজন মূলক পদক্ষেপ যা জনগণের ঐক্যকে হুমকি দেয় এবং দেশের জন্য ক্ষতিকারক। কেন্দ্রীয় সরকারের উচিত দেশের সমগ্র জনগণকে প্রভাবিত করে এমন কোনো পদক্ষেপ না নেওয়া।

Related Articles

Back to top button
error: