HighlightNewsদেশ

লখনউ আদালতে খুন মুখতার গ্যাংয়ের শুটার সঞ্জীব: আইনজীবীর ছদ্মবেশে গুলি চালায় আততায়ীরা; আহত ১ শিশু সহ ৪

টিডিএন বাংলা ডেস্কঃ বুধবার বিকেলে লখনউয়ের কায়সারবাগে আদালতে হাজির হওয়া অপরাধী সঞ্জীব মহেশ্বরী ওরফে জিভাকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা আইনজীবীর পোশাকে এসেছিল বলে জানা গিয়েছে। জিভাকে লক্ষ্য করে হামলাকারীরা ৫-৬ রাউন্ড গুলি করেন। ঘটনাস্থলেই জীভার মৃত্যু হয়। এই গুলিবর্ষণ চলাকালীন আহত হয় এক শিশু সহ ৪ জন। জার মধ্যে ২ জন পুলিশ সদস্যও শামিল রয়েছেন। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আততায়ীদের একজন আইনজীবীদের হাতে ধরা পড়ে। তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গিয়েছে, আদালতে খুনের ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলেও জানা যায়। বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বের করে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, মুখতার আনসারির ঘনিষ্ঠ ছিলেন জিভা। তিনি লখনউ জেলে বন্দী ছিলেন। সম্প্রতি, তার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে প্রশাসন। জীভা ছিলেন মুজাফফরনগরের বাসিন্দা। প্রথম দিকে তিনি একটি ডিসপেনসারিতে কম্পাউন্ডারের কাজ করতেন। পরে একই ডিসপেনসারির মালিককে অপহরণ করা হয়।
এই ঘটনার পর জিভা নব্বইয়ের দশকে কলকাতার এক ব্যবসায়ীর ছেলেকেও অপহরণ করে মুক্তিপণ হিসেবে দুই কোটি টাকা দাবি করে। এর পরে, জিভা হরিদ্বারের নাজিম গ্যাংয়ের সাথে যুক্ত হয়, তারপর সতেন্দ্র বার্নালার সাথেও যুক্ত হয়। সে নিজেই নিজের একটি গ্যাং গঠন করতে চেয়েছিল বলে জানা যায়। এর আগে, বিজেপি নেতা ব্রহ্মদত্ত দ্বিবেদীর হত্যাকাণ্ডেও উথে এসেছিল জীভার নাম। এই মামলায় জীভাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিছু দিন পরে, জিভা মুন্না বজরঙ্গি গ্যাংয়ে যোগ দেয়। ওই সময়েই সে মুখতার আনসারির সংস্পর্শে আসে।

Related Articles

Back to top button
error: