HighlightNewsরাজ্য

KMC Election Result: কলকাতা পৌরসভায় বিজয়ী তৃণমূল, দ্বিতীয় স্থানে উঠে এলো বামেরা

টিডিএন বাংলা ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার কলকাতা পৌরসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হল। প্রথম থেকেই অনুমান করা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসই বিজয়ী হবে। কিন্তু আশার থেকে অনেক বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রায় ৭২% ভোট পেয়েছে তৃণমূল। অন্যদিকে সবাইকে অবাক করে দিয়ে ভোট পাওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এছাড়াও বিজেপি-র থেকে বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। যদিও বিজেপি আসন সংখ্যার নিরিখে কংগ্রেস এবং বামেদের থেকে অনেক এগিয়ে আছে।

এই নির্বাচনে ছয় বিধায়ককে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই ছয় বিধায়কই পুরভোটে বিজয়ী হয়েছেন। সাংসদ মালা রায়ও টিকিট পেয়েছিলেন তিনিও জিতেছেন। পুরভোটে জয়ী তৃণমূলের বিধায়করা হলেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। বেহালা পূর্বের বিধায়র রত্না চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় জিতেছেন ৮৮ নম্বর ওয়ার্ড থেকেই।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ২৩ ডিসেম্বর জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পরেই মেয়র নির্বাচন করা হবে। কলকাতা পুরভোটের ফল প্রকাশ নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক অনুব্রত মন্ডল বলেন, “কংগ্রেস-সিপিএম জোট করেনি বলে দু’টো করে সিট পেয়েছে। জোট করলে এটাও পেত না।” লোকসভা ভোটের পর থেকে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছিল বিজেপি। কিন্তু এবার ১৪৪টি আসনের মধ্যে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা। বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে। কংগ্রেস দ্বিতীয় হয়েছে ১৫টি ওয়ার্ডে।

Related Articles

Back to top button
error: