HighlightNewsরাজ্য

‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে ফের পাঁশকুড়ায় দলীয় নেতার ক্ষোভের মুখে কুণাল ঘোষ

টিডিএন বাংলা ডেস্ক: ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে ফের পাঁশকুড়ায় দলীয় নেতার ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। কর্মসূচি শেষ না করেই ফিরতে হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। দিদির দূত কর্মসূচি পালনে এদিন পাঁশকুড়া ব্লকের ঘোষপুর অঞ্চলে যান কুণাল ঘোষ। ওই এলাকায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বলে তাঁর সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুজিবর রহমান। তবে, এই বিষয়ে মন্তব্য করতে চাননি কুণাল ঘোষ। খারাপ রাস্তার জন্য প্রাক্তন অঞ্চল সভাপতিকেই দায়ী করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, পঞ্চায়েতে তৃণমূল কেমন কাজ করেছে তার প্রমাণ এই ঘাড়ধাক্কা। উল্লেখ্য, গতকালও ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলে ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ।

Related Articles

Back to top button
error: