HighlightNewsরাজ্য

লালবাজার জেলের অবস্থা বসবাসের অযোগ্য, বিধানসভায় অভিযোগ নওশাদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: “কলকাতার সেন্ট্রাল জেল অর্থাৎ লালবাজার জেলের দুরবস্থা এতটাই নিম্ন পর্যায়ে পৌঁছেছে যে তা বন্দিদের বসবাসেরই অযোগ্য হয়ে উঠেছে” বিধানসভায় এমনই অভিযোগ তুলে সোচ্চার হলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নিয়ে বিধানসভায় আলোচনার দাবিও তুলেছেন তিনি।

তাঁর অভিযোগ, “সেন্ট্রাল জেলে বন্দিদের সঙ্গে বেআইনি এবং অমানবিক আচরণ করা হয়। সেখানে যে পোশাক দেওয়া হয় তা অপরিচ্ছন্ন ও অশ্লীল। যে খাবার দেওয়া হয় তা খুবই নিম্নমানের ও প্রয়োজনের তুলনায় খুবই কম। টয়লেটগুলি অপরিচ্ছন্ন ও নিরাপত্তার অভাব আছে। চিকিৎসার পরিষেবাও ভালো নয়। এক কথায় এখানে বন্দিদের সমস্ত অধিকার লঙ্ঘিত হচ্ছে।”

Related Articles

Back to top button
error: